গ্রন্থপঞ্জি কি? গ্রন্থপঞ্জি লেখার নিয়ম

গ্রন্থপঞ্জি কি

গ্রন্থপঞ্জি হল গবেষণার প্রক্রিয়ায় আপনি অন্যের যে সমস্ত তথ্য বা ভাব ব্যবহার করেছেন, এর একটি উৎসের তালিকা। এটির মাধ্যমে মূলত অন্যের কাজের কৃতিত্ব দেওয়া হয়। সাধারণত, গ্রন্থপঞ্জিতে বই, প্রবন্ধ, বক্তৃতা, ব্যক্তিগত রেকর্ড, সাক্ষাৎকার, ওয়েবসাইট এবং অন্যান্য বিষয়গুলোর সঠিক উৎসের একটি তালিকা অন্তর্ভুক্ত থাকে।বিশেষ করে, গ্রন্থপঞ্জি গবেষণাপত্র বা বইয়ের একদম শেষে দেওয়া থাকে।

গ্রন্থপঞ্জির মূল উদ্দেশ্য হল সেই লেখকদের কৃতিত্ব দেওয়া, যাদের কাজ আপনি আপনার গবেষণায় অন্তর্ভুক্ত করেছেন। এটি একটি পাঠকের পক্ষে আপনার গবেষণার বিষয়ে আরও বিস্তারিত জানতে সহজ করে তোলে। 

গ্রন্থপঞ্জি কি? গ্রন্থপঞ্জি লেখার নিয়ম, azhar bd academy


গ্রন্থপঞ্জি অবশ্যই একটি নির্দিষ্ট বিন্যাসে লিখতে হবে, কিন্তু সেই বিন্যাসটি আপনার লেখার নির্দিষ্ট স্টাইলের উপর নির্ভর করবে। তবে অধিকাংশ একাডেমিক কাগজপত্রের জন্য MLA, APA, অথবা Chicago পদ্ধতি অনুসরণ করা হয়।


গ্রন্থপঞ্জি লেখার নিয়ম

সাধারণত গ্রন্থপঞ্জিতে নিম্মের স্টাইলসমূহের যেকোন একটি অনুসারে তৈরি করা হয়। কোনটি কী কাজের জন্য তা দেখানো হল। কোনটা ব্যবহার করা হবে সেটা ডিপেন্ড করে জার্নাল বা ভার্সিটির রুলসের উপর। জার্নাল বা ভার্সিটি স্পেসিফাই করে দেয় কোনটা ব্যবহার করতে হবে। 
  1. APA(American Psychological Association): এটি মনোবিজ্ঞান, শিক্ষা এবং অন্যান্য সামাজিক বিজ্ঞানের জন্য ব্যবহার করা হয়।
  2. MLA(Modern language Association): সাহিত্য, শিল্পকলা এবং মানবিক বিষয়সমূহের জন্য।
  3. Chicago: ভূগোল, সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান
  4. AMA(American Medical Association): স্বাস্থ্য, চিকিৎসা, এবং জৈবিক বিজ্ঞানের জন্য
  5. Harvard: For Business

বাংলা গ্রন্থপঞ্জি লেখার নিয়ম

  • গ্রন্থকারের নাম (প্রথমে শেষ নাম, তারপর কমা দিয়ে প্রথম নাম। যেমনঃ আলম, মাহবুব
  • তথ্যপঞ্জীতে গ্রন্থনাম বাঁকা ( Italic) করে দিতে হবে। যেমনঃ আলম, মাহবুব। বাংলা সাহিত্যের ইতিহাস 
  • প্রবন্ধ, গল্প, কবিতার নাম একক উদ্বৃতি চিহ্নের ভেতরে উল্লেখ করা যাবে। যেমনঃ Alam. M.  (2021), ‘Bangavasha’,
  • প্রকাশের স্থানের পর কোলন চিহ্ন। যেমন, আলম, মাহবুব। বাংলা সাহিত্যের ইতিহাস । ঢাকাঃ
  • প্রকাশনা সংস্থার নামের পর কমা। যেমনঃ দি ইউনিভার্সিটি প্রেস,
  • প্রকাশের সালের পর কমা বা দাড়ি, অথবা মোট পৃষ্ঠা সংখ্যা, তারপর দাঁড়ি। যেমনঃ ২০২১, ৬০।



বাংলা গ্রন্থপঞ্জির বিভিন্ন বিন্যাস (বইয়ের জন্য)

১. শিকাগো (Chicago) পদ্ধতি

লেখকের শেষ নাম, তারপর প্রথম নাম। গ্রন্থের শিরোনাম ( বাঁকা ইতালিক)। প্রকাশের স্থান(পরে কোলন চিহ্ন): প্রকাশক, সাল।


উদাহরণস্বরুপ: আলম, মাহবুব। বাংলা সাহিত্যের ইতিহাস । ঢাকা: দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, ২০১৯।

২. এপিএ (APA) পদ্ধতি

উদাহরণস্বরুপ: আলম, মাহবুব (২০১৯); বাংলা সাহিত্যের ইতিহাস । দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড।

৩. এমএলএ (MLA) পদ্ধতি

উদাহরণস্বরুপ: আলম, মাহবুব। বাংলা সাহিত্যের ইতিহাস । দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, ২০১৯।

৪. অক্সফোর্ড (Oxford) পদ্ধতি

উদাহরণস্বরুপ: আলম, মাহবুব, বাংলা সাহিত্যের ইতিহাস , দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, ঢাকা, ২০১৯, (২০-৩০)।

ইংরেজি গ্রন্থপঞ্জি (বইয়ের জন্য )

1. MLA: Authors name(Last name first). ''Article title with a single quotation mark.'' Name of the publication. Publication year: Page no.

Example: Alam. Mahbub. ''History of Bangla Literature.'' The University Press Limited. (Volume)1 (2019): 41-49.

2. APA: Authors name(Last name first). Publication year Article title. Name of the publication, Volume, Page no.

Example: Alam. M. (2019) History of Bangla Literature. The University Press Limited, 1(5), 41-49.

3. Chicago: Authors name(Last name first). ''Article title with a single quotation mark.'' Name of the publication, Publication year.

Example: Alam. Mahbub. ''History of Bangla Literature.'' The University Press Limited, 2019.

4. Harvard: Author Surname, Initial(s). (Year) Title. Edition. Place of publication: Publisher.

Example: Alam. M. (2021) History of Bangla Literature. Oxford: Oxford University Press.

5. Oxford: Author Initial(s). Surname, Book Title, publisher, place of publication, year, page number(s).

Example: M. Alam, History of Bangla Literature, Oxford University Press, Dhaka, 2019, (20-30).

Do not enter any harmful link

একটি মন্তব্য পোস্ট করুন

Do not enter any harmful link

Post a Comment (0)

নবীনতর পূর্বতন