ওআইসি কি? এর গঠন, কার্যাবলী ও দেশ

ওআইসি কি

ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) হল জাতিসংঘের পরে দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা, যেখানে চারটি মহাদেশের মোট ৫৭টি রাষ্ট্র অন্তর্ভুক্ত। সংগঠনটিকে বলা হয় মুসলিম বিশ্বের সম্মিলিত কণ্ঠস্বর। এটি আন্তর্জাতিক শান্তি ও সম্প্রীতি প্রচারের চেতনায় এবং মুসলিম বিশ্বের স্বার্থ রক্ষা, ও নিরাপত্তা দেওয়ার চেষ্টা করে। ওআইসি এর পূর্ণরূপ হল Organization of Islamic Cooperation (OIC)।

২৫ সেপ্টেম্বর ১৯৬৯ সালে, অধিকৃত জেরুজালেমের আল-আকসা মসজিদে অগ্নিসংযোগের পর, মরক্কো রাজধানী রাবাতে অনুষ্ঠিত ঐতিহাসিক শীর্ষ সম্মেলনে মুসলিম প্রধান রাষ্ট্রের সদস্যদের সিদ্ধান্তের ভিত্তিতে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।

ওআইসি কি? এর গঠন, কার্যাবলী ও দেশ, ‍azhar bd academy

১৯৭০ সালে, সৌদি আরবের জেদ্দায় ‘ইসলামিক কনফারেন্স অফ ফরেন মিনিস্টার’ (ICFM) এর প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় মহাসচিবের নেতৃত্বে জেদ্দায় একটি স্থায়ী সচিবালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়। ওআইসির সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত। সংস্থাটির দাপ্তরিক ভাষা ৩ টি যথতাক্রমে ইংরেজি, আরবি এবং ফ্রেঞ্চ। প্রথম মহাসচিব ছিলেন মালেশিয়ার প্রধানমন্ত্রি টেংকু আবদুল রহমান। বর্তমান ওআইসির ১১ তম মহাসচিব ডক্টর ইউসুফ আহমেদ আল-ওথাইমিন (২০১৬-বর্তমান)।


ওআইসির গঠন
ওআইসির মূল সংস্থাগুলোর মধ্যে রয়েছে: 
  • ইসলামিক শীর্ষ সম্মেলন (The Islamic Summit), 
  • পররাষ্ট্র মন্ত্রী পরিষদ (The Council of Foreign Ministers (CFM), 
  • জেনারেল সেক্রেটারিয়েট(The General Secretariat),
  • আন্তর্জাতিক ইসলামিক আদালত
এছাড়া আল-কুদস কমিটি, বিজ্ঞান ও প্রযুক্তি, অর্থনীতি ও বাণিজ্য এবং তথ্য সম্পর্কিত স্থায়ী কমিটি। ওআইসির কিছু বিশেষায়িত সংস্থা রয়েছে। যেমন, ইসলামী উন্নয়ন ব্যাংক এবং ইসলামিক শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা।

ওআইসি সদস্য দেশ সমূহ

২০২২ সাল পর্যন্ত ইসলামি সহযোগিতা সংস্থার সদস্য রাষ্ট্র সর্বমোট ৫৭টি। সবচেয়ে বেশি সদস্য দেশ যথাক্রমে আফ্রিকা ও এশিয়া মহাদেশে। ইউরোপ মহাদেশে আছে ১ টি দেশ আলবেনিয়া, এবং দক্ষিণ আমেরিকা মহাদেশে রয়েছে ২ টি দেশ গায়ানা ও সুরিনাম। মুসলিম প্রধান দেশ না হয়েও ওআইসির সদস্য দেশ রয়েছে, যথাক্রমে উগান্ডা, ক্যামেরুন, বেনিন, গায়ানা, এবং মোজাম্বিক। ওআইসির সর্বশেষ দেশ হিসেবে সদস্যপদ লাভ করে আইভরি কোস্ট।



এশিয়া মহাদেশ


আফ্রিকা মাহদেশ


দক্ষিণ আমেরিকা

বাংলাদেশ

২৭

আলজেরিয়া

৫৪

সুরিনাম

ইন্দোনেশিয়া

২৮

বেনিন

৫৫

গায়ানা

মালয়েশিয়া

২৯

মিশর



মালদ্বীপ

৩০

লিবিয়া


ইউরোপ মহাদেশ

পাকিস্তান

৩১

নাইজেরিয়া

৫৬

আলবেনিয়া

আফগানিস্তান

৩২

সুদান



ইরান

৩৩

তিউনিসিয়া



ইরাক

৩৪

উগান্ডা



জর্ডান

৩৫

সোমালিয়া



১০

আজারবাইজান

৩৬

সিয়েরা লিওন



১১

ব্রুনাই

৩৭

সেনেগাল



১২

বাহরাইন

৩৮

নাইজার



১৩

কাজাখস্তান

৩৯

মরক্কো



১৪

কিরগিজস্তান

৪০

মোজাম্বিক



১৫

তাজিকিস্তান

৪১

মৌরিতানিয়া



১৬

তুর্কমেনিস্তান

৪২

মালি



১৭

উজবেকিস্তান

৪৩

আইভরি কোস্ট



১৮

ইয়েমেন

৪৪

গিনি-বিসাউ



১৯

সংযুক্ত আরব আমিরাত

৪৫

গিনি



২০

তুরস্ক

৪৬

গাম্বিয়া



২১

সৌদি আরব

৪৭

গ্যাবন



২২

কাতার

৪৮

জিবুতি



২৩

ওমান

৪৯

কমোরোস



২৪

প্যালেস্টাইন

৫০

চাদ



২৫

কুয়েত

৫১

ক্যামেরুন



২৬

লেবানন

৫২

বুর্কিনা ফাসো




সিরিয়া (স্থগিত)

৫৩

টোগো





Do not enter any harmful link

একটি মন্তব্য পোস্ট করুন

Do not enter any harmful link

Post a Comment (0)

নবীনতর পূর্বতন