বর্গক্ষেত্র ও রম্বস উভয়ই চতুর্ভূজ যাদের কোণের সমষ্টি ৩৬০ ডিগ্রি বা চার সমকোণ।বর্গক্ষেত্র ও রম্বসের মধ্যে কিছু মিল থাকলেও উভয়ের মধ্যে বেশকিছু উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। নিম্মে বর্গক্ষেত্র ও রম্বসের সংজ্ঞা, এবং পার্থক্য বর্ণনা করা হলো।
বর্গক্ষেত্র কি?
বর্গ এমন একটি চতুর্ভূজ যার বাহুগুলো সব সমান। সুতারাং বর্গ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে বর্গক্ষেত্র বলে। বর্গক্ষেত্র একটি সমবাহু চতুর্ভুজ কারণ এর চারটি বাহু পরস্পর সমান। আবার এটি একটি সমকোণী চতুর্ভুজ কারণ এর সবগুলো কোণ পরস্পর সমান এবং প্রত্যেকটি কোণের পরিমাপ সমকোণ। বর্গক্ষেত্রের কর্ণ বর্গক্ষেত্রটিকে দুইটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে।
রম্বস কি?
যে সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু সমান, তাকে রম্বস বলে। অর্থাৎ রম্বস এমন একটি সামান্তরিক যার বাহুগুলো পরস্পর সমান। এটিকে সমবাহু চতুর্ভুজও বলা হয়। রম্বসের একটি কোণও সমকোণ নয়। রম্বসের বিপরীত কোণগুলো পরস্পর সমান এবং কর্নদ্বয় কোণগুলোকে সমদ্বিখন্ডিত করে।
বর্গক্ষেত্র ও রম্বসের পার্থক্য
নিম্নে বর্গক্ষেত্র ও রম্বসের মধ্যে পার্থক্য দেখানো হলো-
একটি মন্তব্য পোস্ট করুন
Do not enter any harmful link