একজন ট্রান্সজেন্ডার ব্যক্তির লিঙ্গ পরিচয় (Gender identity) তার আসল জন্ম নিবন্ধনে উল্লেখিত লিঙ্গের থেকে ভিন্ন। ট্রান্সজেন্ডার বলতে বোঝায় আগে ছেলে ছিলো এখন অপারেশন বা হরমোন পরিবর্তন করে মেয়ে হয়েছে অথবা আগে মেয়ে ছিলো এখন ছেলে।
বর্তমান বিশ্বের অনেক ট্রান্সজেন্ডার ব্যক্তি ডাক্তারি চিকিৎসার সাহায্যে নিজেদের যৌন পরিচয় পরিবর্তন করেন। এই নিবন্ধে, ট্রান্সজেন্ডার কী, তাদের বৈশিষ্ট্য এবং ট্রান্সজেন্ডার বিষয়ে ইসলাম কী বলে আলোচনা করব।
ট্রান্সজেন্ডার কি?
ট্রান্সজেন্ডার (Transgender) হলো দুটি ইংরেজি শব্দ Trans ও gender-এর সংমিশ্রণ। Trans অর্থ পরিবর্তন করা এবং gender অর্থ লিঙ্গ অর্থাৎ রুপান্তরিত লিঙ্গ।
একজন ট্রান্সজেন্ডার ব্যক্তি সাধারণত এমন একটি দেহ নিয়ে জন্মগ্রহণ করেন যার দ্ব্যর্থহীন যৌন বৈশিষ্ট্য রয়েছে (পুরুষ বা মহিলা) কিন্তু পরবর্তীতে অপারেশন বা হরমোন পরিবর্তন করে ছেলে থেকে মেয়ে অথবা মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হয়েছে।
সহজভাবে বলতে গেলে, ট্রান্সজেন্ডার হচ্ছে যাদের এমন একটি নিজস্ব যৌন পরিচয় বা যৌন অভিব্যক্তি রয়েছে, যা তাদের জন্মগত যৌনতা থেকে ভিন্ন।
ট্রান্সজেন্ডারের বৈশিষ্ট্য
- ট্রান্সজেন্ডার ব্যক্তির যৌন বৈশিষ্ট্য রয়েছে (পুরুষ বা মহিলা)।
- একজন ট্রান্সজেন্ডার পুরুষ জন্মের সময় একজন নিবন্ধিত নারী, কিন্তু পরে নিজেকে একজন পুরুষ হিসাবে চিহ্নিত করেন।
- একজন ট্রান্সজেন্ডার নারী জন্মের সময় একজন নিবন্ধিত পুরুষ, কিন্তু পরবর্তীতে নিজেকে একজন নারী হিসাবে চিহ্নিত করেন।
- ট্রান্সজেন্ডার মহিলাদের স্তনের বিকাশ (প্রায়ই অনুন্নত)
- ট্রান্সজেন্ডার ছেলে েএবং মেয়ে বিয়ে করতে পারবে।
- ট্রান্সজেন্ডার মেয়ে বাচ্চা জন্মদানে সক্ষম হয়।
- ট্রান্সজেন্ডার পুরুষের মুখের লোম বা দাড়ি পাতলা বা অনুপস্থিত।
ট্রান্সজেন্ডার ও ইসলাম
ট্রান্সজেন্ডার সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কেমন, চলুন দেখে নেওয়া যাক।
ট্রান্সজেন্ডার বা লিঙ্গ রুপান্তর মহান আল্লাহর সৃষ্টির বিরুদ্ধে চরম সীমালঙ্ঘন। এটি আল্লাহর সৃষ্টিতে ইচ্ছাকৃত পরিবর্তন আনা, বিকৃত যৌনতার স্বাভাবিকীকরণ এবং মহান আল্লাহর নির্ধারিত পরিবার ও সামাজিক ব্যবস্থার বিরুদ্ধে চূড়ান্ত বিদ্রোহ।
পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘‘আমি (আল্লাহ) মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম গঠনে।’’ (সুরা: ত্বিন, আয়াত: ৪)
ইবনে আব্বাস (রা.) বলেন, ‘রাসুল (সা.) নারীর বেশধারী পুরুষদের এবং পুরুষের বেশধারী নারীদের অভিসম্পাত করেছেন’। (সহিহ বুখারি, হাদিস : ৫৮৮৫)
ইসলামী আইনবিদরা এ বিষয়ে একমত যে ট্রান্সজেন্ডার হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টিতে বিকৃতিসাধন, যা সুস্পষ্ট হারাম।
একটি মন্তব্য পোস্ট করুন
Do not enter any harmful link